নিজস্ব সংবাদদাতা: এবার বাজেট মধ্যবিত্তের বাজেট। তবে সকলের মনেই প্রশ্ন বাজেটে দাম কমল কোন কোন জিনিসের। ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের ওষুধের দাম কমেছে। লিথিয়াম ব্যাটারি স্বস্তা হচ্ছে। সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি। দাম কমবে মোবাইলের। সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি। সস্তা হবে মেডিক্যাল এবং সার্জিক্যাল সরঞ্জামও। সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। দাম কমবে জাহাজের যন্ত্রাংশের। দেশে উৎপাদনরত পোশাকও সস্তা হবে। সামুদ্রিক মাছের দাম কমবে। এছাড়াও সাবান, টুথপেস্টের মত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলেও জানা যাচ্ছে।