নিজস্ব সংবাদদাতা : গোল্ড স্মাগলিং কেসে বিপদ যেন কিছুতেই পিছু ছাড়তে চাইতে কন্নড় অভিনেত্রী রন্যা রাওয়ের। এর আগেই তার জামিনের আবেদন খারিজ করেছিল ইকোনমিক অফেন্সেস কোর্ট। আর আজ সোনা পাচার মামলায় দ্বিতীয় অভিযুক্ত, তরুণ রাজুর জামিনের আবেদনও ইকোনমিক অফেন্সেস কোর্ট খারিজ করে দিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/05/NCiK8WpRpqdOk75DQ8io.jpeg)
আজ শুনানির সময় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)-এর তরফ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। তারা দাবি করেন যে, তরুণ রাজু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছেন এবং জামিন পেলে তিনি প্রমাণ নষ্ট করতে পারেন।