নিজস্ব সংবাদদাতা: আশঙ্কায় সত্যি হল। সারা জীবনের জন্যে বিমান সফর বাতিল হয়ে গেল ইন্ডিগোর যাত্রীর।
গত ১৪ জানুয়ারী, ইন্ডিগো ফ্লাইট 6E2175 এর ফার্স্ট অফিসার বিমান দেরিতে ছাড়ার কথা ঘোষণা করার সময়, একজন যাত্রী ঐ অফিসারের ওপর চড়াও হন। তাঁকে মারধর করেন ওই অভিযুক্ত যাত্রী। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক ভাবেই তারপর ক্ষুব্ধ হয়ে ওঠে ইন্ডিগো সংস্থাটিও। বহু সাধারণ মানুষও ঐ যাত্রীটির শাস্তির দাবি করেন। এরপরই প্রটোকল অনুযায়ী, কড়া পদক্ষেপ নিল ডিজিসিএ। ওই অভিযুক্ত যাত্রীকে অনিয়মিত ঘোষণা করা হল এবং পরবর্তী পদক্ষেপ অনুযায়ী তাঁকে 'নো-ফ্লাই লিস্ট'-এ অন্তর্ভুক্ত করা হল। অর্থাৎ এবার থেকে ঐ যাত্রী আর কোনও দিন বিমানে সফর করতে পারবেন না।