নিজস্ব সংবাদদাতা: থাইল্যান্ড হোক, কিংবা মায়ানমার, যেতে হলে একমাত্র ভরসা ছিল বিমান। তবে এবার ভারত থেকে সড়ক পথে যাওয়া যাবে থাইল্যান্ড ও মায়ানমার। ভারত, মায়ানমার ও থাইল্যান্ডের মধ্যে তৈরি হচ্ছে ত্রিমুখী হাইওয়ে। এই খবর দিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত।
থাইল্যান্ডের রাষ্ট্রদূত পাত্তারাত হংটং জানান, থাইল্যান্ড থেকে মায়ানমার পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে। ভারতের মনিপুরের সঙ্গে যুক্ত হবে এই সড়ক পথ। তিনি জানান, মনিপুরের মোরে শহরের সঙ্গে যুক্ত হবে মায়ানমার ও থাইল্যান্ডগামী হাইওয়ে। থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, "আমি ইম্ফল থেকে মোরে যাওয়ার রাস্তা দেখেছি। এই রাস্তা তৈরির কাজ প্রায় শেষের দিকে।"