নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, সোমবার অনন্তনাগের বিজবেহারা এলাকায় সন্ত্রাসবাদীদের গুলিতে এক বেসামরিক নাগরিক আহত হন। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম জাফরপোরা মারহামার আকিব দার। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, "অনন্তনাগের বিজবেহারা এলাকার জাফরপোরা মারহামার আকিব দার নামে এক বেসামরিক নাগরিককে তার বাড়ির কাছে গুলি করে আহত করে সন্ত্রাসীরা। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে।"