দেড় বছরে শান্ত জম্মুতে জঙ্গি হামলা বেড়েই চলেছে! আইনশৃঙ্খলা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন

গত দেড় বছরে কাশ্মীরের পাশাপাশি জম্মুতে জঙ্গি হামলা বেড়ে গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
congress leader11111

নিজস্ব সংবাদদাতা:  জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের এনকাউন্টার প্রসঙ্গে কংগ্রেস নেতা রবিন্দর শর্মা বলেছেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যখন নয়াব সুবেদার রাকেশ কুমারকে শহিদ হওয়ার কথা বলা হয়।  ঘটনার কাছাকাছি এলাকায় আরও তিনজন  জওয়ান আহত হয়েছেন। দুই ভিডিসি সদস্য নাজির আহমেদ এবং কুলদীপ কুমারকে কিশতওয়ারে সন্ত্রাসীরা অপহরণ করে হত্যা করেছে। গত দেড় বছরে গোটা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে।  ভারত সরকার এটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর তারা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করেছে। গত ২০ বছরের তুলনায়  সন্ত্রাস হামলা বহুগুণ বেড়েছে। পুরো আইনশৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি আরও খারাপ হয়েছে।"

indian army ui1.jpg