BREAKING : যুদ্ধবিরতির মাঝেই বড় পদক্ষেপ ভারতের ! উত্তর প্রদেশে স্থাপিত হবে নতুন ব্রহ্মস ইউনিট
BREAKING : ট্রাম্পের টুইট নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা কপিল সিব্বল !
BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) আমাদের, ফেরত দিক পাকিস্তান ! গর্জে উঠলেন হেভিওয়েট নেতা
BREAKING : যুদ্ধবিরতির কথা বলেও বলেননি মোদি ! বড় দাবি করলেন একনাথ শিন্ডে
পাকিস্তান কেড়ে নিয়েছে মামার প্রাণ, তার বদলা চায় ভাগ্নে!
BREAKING : যুদ্ধবিরতির পর রাজনাথ সিং-এর বাড়িতে বড় বৈঠক ! কি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার ?
BREAKING : কাটছে ড্রোন হামলার আশঙ্কা ! স্বাভাবিক হচ্ছে রাজস্থান
BREAKING : সন্ত্রাসবাদ নির্মূলে আপোষ করেনি ভারত ! বড় মন্তব্য করলেন গজেন্দ্র সিং শেখাওয়াত
পহেলগাঁও-এর হামলাকারীরা গেল কোথায়? এবার খুঁজবে SIA

যাও গিয়ে মোদীকে বলো.... স্বামীকে খুন করার পর এমনই উত্তর দিল জঙ্গিরা

জঙ্গি হামলার ঠিক পরের ভিডিও প্রকাশিত হয়েছে। যাতে আপনি আঁতকে উঠতে পারেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Pahalgam-Terror-Attack-Injures-5-Tourists-Raises-Alarm-Ahead-of-Amarnath-Yatra


নিজস্ব সংবাদদাতা: হামলার পরেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখান থেকে জঙ্গি হামলার ভয়াবহতা অনায়াসে আন্দাজ করা যায়। ভিডিওতে এক মহিলাকে পাগলের মতো চিৎকার করতে দেখতে পাওয়া যায়। তিনি বলতে থাকেন, "আমার স্বামীকে বাঁচান।" অন্য এক নাবালককে দেখতে পাওয়া যায় এদিক ওদিকে ভয়ে হাঁটতে। এক মহিলা বলেন, "কর্ণাটক থেকে ছেলে ও স্বামীর সঙ্গে আমি এসেছিলাম। আমার সামনে আমার স্বামীকে মেরে দিল। আমি বললাম, আমাকেও মেরে দিন। কিন্তু আমাকে মারল না। বলল, তোমাকে মারব না, যাও মোদীকে বলে দাও।" অন্যদিকে, এক মহিলা জানান, তিনি তাঁর স্বামীর সঙ্গে ভেলপুরি খাচ্ছিলেন। সেই সময় জঙ্গিরা এসে নাম পরিচয় জানতে চায়। হিন্দু জানার পরেই তাঁকে খুন করা হয়। 
একটি সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও দেওয়া হয়েছে। যেখানে রক্তাক্ত দেহ রয়েছে। ভিডিওটি আপনাকে বিচলিত করতে পারে।