নিজস্ব সংবাদদাতা : আজ গুজরাট এটিএস, ফরিদাবাদ এসটিএফ ও ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) যৌথ অভিযানে, হরিয়ানার ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় এক সন্দেহভাজন জঙ্গিকে।
/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
এই সন্দেহভাজন জঙ্গিকে আপাতত ১০ দিন পুলিশ হেফাজতে রাখা হবে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, তদন্ত সংস্থাগুলি তাকে জিজ্ঞাসাবাদ করে তার যাবতীয় যোগসাজশ ও সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে, নানান তথ্য সংগ্রহের চেষ্টা করবে।