নিজস্ব সংবাদদাতা: অমরনাথ যাত্রার আগে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা। এবার পর্যটকদের লক্ষ্য করে হামলা। ৪ জন পর্যটক আহত হন বলে জানা গেছে।
/anm-bengali/media/media_files/2025/04/05/3Kj8TtR6iCwCwpzssHwU.JPG)
জানা যায়, কাশ্মীরের বৈসরন উপত্যকায় এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এলাকা ঘিরে রেখে জঙ্গিদের খোঁজ চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।