নিজস্ব সংবাদদাতাঃ রাজৌরি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই আবহে আজ সকাল থেকেই ওই এলাকায় সশস্ত্র নিরাপত্তা বাহিনি মোতায়েন আছে।
/anm-bengali/media/post_attachments/c6e7e347-5ef.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, রাজৌরির পরবর্তী খেরি মোহরা লাঠি এবং ডানথাল গ্রামের সাধারণ এলাকাতেও মোতায়েন করা হয়েছে সশস্ত্র নিরাপত্তা বাহিনি।
/anm-bengali/media/post_attachments/f3cec54e-3d1.png)