নিজস্ব সংবাদদাতা: রিয়াসি সন্ত্রাসী হামলার বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে এদিন বলেন, “আমি বিশ্বাস করি জম্মু ও কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসবাদের অবসান হয়েছে। এই হামলাটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল, শুধুমাত্র ভয় তৈরি করার জন্য যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো সরকার গঠন করছেন তাই। কিন্তু, যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করতে হবে। অনেক সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করে পাক অধিকৃত কাশ্মীরের পথ বেছে নেয়। তাই সেদিকে সজাগ থাকতে হবে”।