নিজস্ব সংবাদদাতা : বাংলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। নতুন করে সংক্রমিতের সংখ্যা ১০০০ পার। এবার বিজেপি শাসিত রাজ্যেও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। উত্তরাখণ্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০০০। দেরাদুন, পাউরি, হরিদ্বারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।দেরাদুনের রায়পুরকে হটস্পট এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজ্য জুড়ে চলছে সচেতনতার অবিযান। করা হচ্ছে স্প্রেও।মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেও ভারী বর্ষণের মাঝে অব্যাহত মশার বংশ বৃদ্ধি। যেকারণে ডেঙ্গু মোকাবিলা কঠিন হয়ে পড়ছে। দেরাদুনে আক্রান্তের সংখ্যা ১০২৩ জন। এরপরেই রয়েছে পাউরি ও হরদ্বার। পাউরি এবং হরিদ্বারে যথাক্রমে ৭৩৬ এবং ৫০০ টি কেস রিপোর্ট করা হয়েছে। অন্যদিকে, নৈনিতালে ৪৮৯টি এবং উধম সিং নগরে ৯৮টি পজিটিভ কেস ছিল।রাজ্যে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।