নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র এমএনএস প্রধান রাজ ঠাকরে নির্বাচনের আগে ফের লাউড স্পিকার বিতর্ককে সামনে নিয়ে এলেন। এদিন তিনি কার্যত হুঙ্কারের সুরে বলেন, “মহারাষ্ট্রের মসজিদ থেকে সমস্ত লাউডস্পিকার সরিয়ে ফেলতে হবে। মানুষের জন্য সমস্যা সৃষ্টি করে এমন লাউড স্পিকারগুলিকে অনুমতি দেওয়া হবে না। যদি তারা কোনও মন্দিরে থাকে এবং ৩৬৫ দিন ধরে বাজতে থাকে, তাহলে তাদেরও সরিয়ে দিন। কিন্তু লাউড স্পিকার বাজানো যাবে না। সব সময় মন্দিরে যান, ভগবানের পা ছুঁয়ে ফিরে আসেন, যখন বালাসাহেব ঠাকরের ছেলে মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমার ১৭,০০০ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল তিনি বলেন, লাউড স্পিকার না সরানো হলে আমরা মসজিদের সামনে হনুমান চালিসা পাঠ করব”।