নিজস্ব সংবাদদাতা: টানা বেশ কিছুদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা উত্তরপ্রদেশের একাধিক জেলা। তার প্রভাব রয়েছে অযোধ্যাতেও। এমনকি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনও কুয়াশার পুরু চাদরে ঢাকা ছিল মন্দির প্রাঙ্গণ। এই মুহুর্তে অযোধ্যার সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
কিন্তু এই প্রবল ঠান্ডাতেও ভক্তিতে কোনও ভাটা পড়েনি। রামলালার টানে ভোররাত থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কুয়াশা ও ঠান্ডাকে তোয়াক্কা না করে দর্শনার্থীরা একে একে পা মেলাচ্ছেন মন্দিরের উদ্দেশ্যে।