নিজস্ব সংবাদদাতা: নতুন বছরে জম্মু ও কাশ্মীরের তাপমাত্রায় রেকর্ড পতন। এবার জলও হয়ে গেল বরফ! শূন্য ডিগ্রির নীচে চলে গেল জম্মু-কাশ্মীরের নিচু এলাকা গুলির তাপমাত্রা। পার্বত্য এলাকা গুলিতো বহুদিন আগেই পুরু বরফে ঢাকা পড়েছে। আর এবার নিচু এলাকাগুলিতেও বরফের আস্তরণ পড়তে শুরু করল। উপত্যকার একাধিক জলাশয় উচ্চ স্তরের বরফে ঢাকা পড়েছে। শ্রীনগরেও দেখা গিয়েছে একই ছবি। পর্যটকদের মন ভরলেও, সেখানকার স্থানীয় জনজীবন ব্যাহত হচ্ছে বলেই জানাচ্ছে প্রশাসন। প্রবল ঠান্ডায় জীবনযাপনই দুষ্কর হচ্ছে সেখানে।