৪৫ ডিগ্রি সেলসিয়াস! নেই স্বস্তির খবর

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা রাজধানী দিল্লি, স্বস্তি নেই কোথাও। যোগী রাজ্যে আরও বাড়তে পারে তাপমাত্রা।

author-image
Pallabi Sanyal
New Update
12

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা রাজধানী দিল্লি, স্বস্তি নেই কোথাও। যোগী রাজ্যে আরও বাড়তে পারে তাপমাত্রা। এমনকি পারদ উঠতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একেই তাপপ্রবাহ পরিস্থিতি থেকে পরিত্রাণের পথ খুঁজছে মানুষ, তার ওপর স্বস্তি তো দূর, অস্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। দিল্লি আইএমডির আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন যে আগামী ৮ জুন থেকে ১১ জুন উত্তরপ্রদেশে তাপমাত্রা বেড়ে হতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির আকাশ পরিষ্কার থাকবে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। ১০ জুন কিংবা ১১ জুনে দিল্লি-এনসিআরের তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।