বিনামূল্যে মিলবে না ব্লু টিক! চিন্তা না করতে বললেন বিজেপি নেতা!

ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্লু টিক ব্যবহারের জন্য প্রদেয় অর্থ দিলেই অ্যাকাউন্টে ফের ব্লু টিক যোগ হবে। এদিকে এ নিয়ে এবার বিশেষ পোস্ট করলেন নাগাল্যান্ডের বিজেপি নেতা তেমজেন ইমনা আলং।

author-image
Pallabi Sanyal
New Update
তেমজেন ইমনা আলং

তেমজেন ইমনা আলং

নিজস্ব সংবাদদাতা : বিনামূল্যে আর মিলবে না ব্লু টিক। বহু রাজনীতিবিদ থেকে অভিনেতা-অভিনেত্রীদের ট্যুইটার অ্যাকাউন্টে আর দেখা যাচ্ছে না ব্লু টিক। এই ব্লু টিক যাচাইকৃত প্রোফাইল হিসেবে চিহ্নিত করত বিশিষ্ট ব্যক্তিদের। অথচ সেই ব্লু টিক আর দেখা যাচ্ছে না। কারণ স্বরূপ ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্লু টিক ব্যবহারের জন্য প্রদেয় অর্থ দিলেই অ্যাকাউন্টে ফের ব্লু টিক যোগ হবে। এদিকে এ নিয়ে এবার বিশেষ পোস্ট করলেন নাগাল্যান্ডের বিজেপি নেতা তেমজেন ইমনা আলং। নীল পোশাকে জল খাবার খাতে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশানে লিখেছেন, ''আমি শুনেছি যে তারা (ট্যুইটার)সেলিব্রিটিদের ব্লু টিক কেড়ে নিয়েছে, কিন্তু চিন্তা করবেন না বন্ধুরা, আমি এখনও আপনাদের সকলের পছন্দের মানসম্পন্ন সামগ্রী সরবরাহ করতে এখানে আছি, ঠিক আমার সকালের নাস্তার ছবির মতো!''