Breaking: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন হেভিওয়েট বিধায়ক
আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলেঙ্গানা বিজেপির সভাপতি কিষাণ রেড্ডি এবং বিজেপির জাতীয় সহ-সভাপতি ডি কে অরুণা। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন জয়সুধা।
নিজস্ব সংবাদদাতাঃ আবারও শক্তিবৃদ্ধি হল বিজেপির (BJP)। জানা গিয়েছে, আজ তেলেঙ্গানা বিজেপির সভাপতি জি কিষাণ রেড্ডি এবং বিজেপির জাতীয় সম্পাদক তরুণ চুগের উপস্থিতিতে তেলুগু অভিনেত্রী ও প্রাক্তন বিধায়ক জয়সুধা (Jayasudha) বিজেপিতে যোগ দিয়েছেন।
#WATCH | Delhi: Telugu actor and former MLA, Jayasudha joins BJP in the presence of Telangana BJP President G Kishan Reddy & BJP national secretary Tarun Chug. pic.twitter.com/dDzI9JxuJi