''প্রতিদিনই গড়ে ২০০ রাউন্ড গুলি চলে !'' বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তেজস্বী

প্রতিদিনই বিহারে গড়ে প্রায় ২০০ রাউন্ড গুলি চলে !" তেজস্বীর অভিযোগ, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ অক্ষম এবং  যারফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

author-image
Debjit Biswas
New Update
fcr7cn5c_tejashwi-yadav-ani_640x480_05_March_23

নিজস্ব সংবাদদাতা : বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে বলে অভিযোগ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, "প্রতিদিনই বিহারে গড়ে প্রায় ২০০ রাউন্ড গুলি চলে !" তেজস্বীর অভিযোগ, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ অক্ষম এবং  যারফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তবে, এনডিএ সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।