নিজস্ব সংবাদদাতা : বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে বলে অভিযোগ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, "প্রতিদিনই বিহারে গড়ে প্রায় ২০০ রাউন্ড গুলি চলে !" তেজস্বীর অভিযোগ, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ অক্ষম এবং যারফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তবে, এনডিএ সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।