‘২০২৪-এ ক্লান্ত মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরিয়ে তবেই থামব’

'তিনি বলতেন 'আমি মরব, আমি জিতব। কিন্তু বিজেপিতে যোগ দেব না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tejashwi_vs nitish.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সাসারামে ভারত জোড়ো ন্যায় যাত্রায় আজ রাহুলের সঙ্গী তেজস্বী। দুজনে মিলেই করছেন র‍্যালি, সভা। এদিন সেই সভা স্থল থেকেই বিহারের প্রাক্তন ডেপুটি সিএম এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, “আপনারা সবাই খুব ভাল করেই জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী কেমন, তিনি কারও কথা শুনতে চান না। তিনি বলতেন 'আমি মরব, আমি জিতব। কিন্তু বিজেপিতে যোগ দেব না’। আমরা তো সহজ সরল ছিলাম, তাই নীতীশ জির সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, ওনার কথা গুলোয় বিশ্বাস করে নিয়েছিলাম। তবে এখনও আমরা ভেঙে পড়িনি। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে আমাদের যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, বিজেপিকে মসনদ থেকে সরিয়ে ছাড়ব। এমনিতেই আমাদের মুখ্যমন্ত্রী দল পরিবর্তন করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আমাদের ২০২৪-এ লক্ষ্যই হল ক্লান্ত মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তবেই থামব”।

 

v

স্ব

স

স