নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে বিজেপির ডামাডোল চরমে। ভোটে টিকিট না পাওয়ায় দলের ক্ষোভ চরমে উঠেছে। কর্ণাটকে বিজেপির বড় নেতা কেএস ঈশ্বরাপ্পা সিদ্ধান্ত নেন ভোটে না দাঁড়ানোর। তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন। যাকে স্বাগত জানিয়ে টুইট করলেন রাজ্যে বিজেপির সাংসদ-নেতা তেজস্বী সূর্য। তিনি বলেন, "শুধুমাত্র বিজেপির মধ্যেই তরুণ রক্ত এবং নতুন নেতৃত্বকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গড়ে তোলা হয়। শ্রী কেএসই, হালাদি স্যারের মতো নেতাদের দৃষ্টান্ত বিজেপিকে অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা করে তুলেছে। নতুন নেতৃত্বের পথ তৈরি করার সিদ্ধান্ত আমাদের, তরুণ কর্মীদের জন্য অনুপ্রেরণাদায়ক।"