নিজস্ব সংবাদদাতা, দিল্লিঃ আজ পাঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমান্তে কৃষকরা 'দিল্লি চলো' স্লোগানে বিক্ষোভ দেখায়। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস ছোঁড়া হয়। এই আবহে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে, '' আমরা প্রথমে কৃষকদের সনাক্ত করব এবং তারপরে আমরা তাদের এগিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি। আমাদের কাছে ১০১ জন কৃষকের নামের একটি তালিকা রয়েছে, এবং তারা সেই লোক নয়। তারা আমাদের তাদের সনাক্ত করতে দিচ্ছে না। তারা ক্রমশ এগিয়ে যাচ্ছে ভিড়ের দিকে। "
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আজ এই আবহে পাঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমান্তে মোতায়েন করা হয়েছে হরিয়ানার বিশাল পুলিশ বাহিনী।