নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি সভাপতি এন চন্দ্রবাবু নাইডুকে দক্ষতা উন্নয়ন কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতারের ঘটনাকে সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন দলের মুখপাত্র প্রেম কুমার জৈন।
রবিবার রাতে তেলুগু দেশম পার্টির (টিডিপি) মুখপাত্র প্রেম কুমার জৈন বলেন, "আমাদের নেতাকে গ্রেফতার করা ক্ষমতাসীন ওয়াইএসআরসিপির (যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি) সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা জানে যে আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না। বিচার বিভাগের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা বিশ্বাস করি ন্যায়বিচার হবে। তাকে গ্রেফতার করা তো দূরের কথা, তার পুরো রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে একটি অভিযোগও আসেনি। অন্ধ্রপ্রদেশের মানুষ জানেন যে তাঁর রাজনীতি উন্নয়নমুখী। আমরা আইনগতভাবে তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানাব।"
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে আক্রমণ করে টিডিপি মুখপাত্র বলেন, "আমি তাঁকে (মুখ্যমন্ত্রী) বলতে চাই, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেকে আয়নায় দেখুন।"