নিজস্ব সংবাদদাতাঃ বিগত এক বছর ধরে আইটি সংস্থাগুলিতে মন্দা দেখা যায় যার দরুণ প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে। এবার ২০২৪ সালের শুরুতে সম্ভবত এই মন্দা দশা কাটিয়ে এল সুখবর।
ভারতের একটি গুরুত্বপূর্ণ আইটি সংস্থা এবারে ৪০ হাজার জন ফ্রেশার নিয়োগ করবে। সংস্থাটি হল টাটা কনসালট্যান্সি সার্ভিসেস। শুধু জুন ত্রৈমাসিকেই নিযুক্ত হয়েছে ৫৪৫২ জন কর্মী। আর এর এখন সংস্থার মোট কর্মীর সংখ্যা ৬ লাখ ৬ হাজার ৯৯৮ জন। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ পর্যন্ত কর্মী নিয়োগ হলে এর শেষে সংস্থার মোট কর্মী সংখ্যা দাঁড়াবে সাড়ে ৬ লাখ জন।