নিজস্ব সংবাদদাতা: কানাডা-ভারতের সম্পর্কে চির ধরেছে। খালিস্তানি হামলার ঘটনায় বদলেছে দুই দেশের সমীকরণ। বন্ধুত্বেও দেখা গিয়েছে নীরবতা। এমন সময় কার্যত বোমা ফাটালেন বিজেপি নেতা তথাগত রায়।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে ফের বিস্ফোরক টুইট করলেন তিনি। সেখানে তিনি লিখেছেন, “ক্যানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বিনা প্রমাণে যে অভিযোগ করেছেন সেটা কূটনৈতিক আচরণ মোতাবেক একেবারেই অনৈতিক। ভারত যে কোনো প্রথম বিশ্বের সাদা চামড়ার দেশের এহেন আচরণ মেনে নেবে না। সেটা ক্যানাডার কূটনীতিককে বহিষ্কার করে দেখালেন নরেন্দ্র মোদী। ভারত এখন আর soft state নয়, pushover নয়”।
তথাগত রায়ের এহেন মন্তব্যের পর কানাডা-ভারত সম্পর্কে যে আরও তীক্ততা বাড়ল তা বলাই যায়।
কানাডা-ভারত বন্ধুত্ব, পাকাপাকি চির ধরালেন বিজেপি নেতা
কার্যত বোমা ফাটালেন বিজেপি নেতা তথাগত রায়।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: কানাডা-ভারতের সম্পর্কে চির ধরেছে। খালিস্তানি হামলার ঘটনায় বদলেছে দুই দেশের সমীকরণ। বন্ধুত্বেও দেখা গিয়েছে নীরবতা। এমন সময় কার্যত বোমা ফাটালেন বিজেপি নেতা তথাগত রায়।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে ফের বিস্ফোরক টুইট করলেন তিনি। সেখানে তিনি লিখেছেন, “ক্যানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বিনা প্রমাণে যে অভিযোগ করেছেন সেটা কূটনৈতিক আচরণ মোতাবেক একেবারেই অনৈতিক। ভারত যে কোনো প্রথম বিশ্বের সাদা চামড়ার দেশের এহেন আচরণ মেনে নেবে না। সেটা ক্যানাডার কূটনীতিককে বহিষ্কার করে দেখালেন নরেন্দ্র মোদী। ভারত এখন আর soft state নয়, pushover নয়”।
তথাগত রায়ের এহেন মন্তব্যের পর কানাডা-ভারত সম্পর্কে যে আরও তীক্ততা বাড়ল তা বলাই যায়।