নিজস্ব সংবাদদাতা : এবার তসলিমা নাসরিনকে নিয়ে সংসদে বড় দাবি তুললেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। আজ সংসদে তিনি বলেন, ''তসলিমা নাসরিন নিজের লেখার মাধ্যমে বাংলাদেশের মাইনোরিটি হিন্দুদের উপর অত্যাচারের কথা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে সেখানে হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করা হয়, কিভাবে তাদের ধর্ষণ করা হয় আর কিভাবে হিন্দু মহিলাদের ধর্মান্তর করা হয়। তসলিমা নাসরিন এখনও বাংলায় থাকতে চান, বাংলায় কথা বলতে চান। ভারত সেই দেশ যেখানে সকলকে স্থান দেওয়া হয়। অথচ তিনি এখনও কলকাতায় বসবাস করতে পারেন না। তিনি কলকাতায় ফিরে আসতে চান আর কলকাতায় থাকতে চান। আমি চাই তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনা হোক।''
/anm-bengali/media/media_files/2024/12/04/02SjtcSxg6u6ej9wqI6A.webp)
শমীক ভট্টাচার্যের এই দাবিকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি।