''দুর্নীতিতে পুরো প্রশাসনকে ঢেকে ফেলেছেন !'' কেজরিওয়ালকে চরম আক্রমণ করলেন বিজেপি নেতা

কি দাবি করলেন এই বিজেপি নেতা ?

author-image
Debjit Biswas
New Update
arvind kejriwal.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির বিজেপি বিধায়ক তরবিন্দর সিং মারওয়া দুর্নীতি প্রসঙ্গে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চরম আক্রমণ করলেন। তিনি বলেন, ''১৪টি ক্যাগ রিপোর্ট উপস্থাপন করার কথা ছিল, কিন্তু মাত্র ২টি পেশ করা হয়েছে। কেজরিওয়াল দুর্নীতিতে পুরো প্রশাসনকে ঢেকে ফেলেছেন !'' এরসাথে তিনি আরও বলেন, ''যদি তিনি এবার জেলে যান, তবে আর জামিনও পাবেন না।" বিজেপি নেতার এই মন্তব্যে যথেষ্টই চাপে পড়েছেন কেজরিওয়াল।