নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে তামিলনাড়ু (Tamilnadu)। শনিবার সকালে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় একটি আতশবাজি কারখানার গুদামে বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়েছে। কৃষ্ণগিরির পুলিশ সুপার সরোজ কুমার ঠাকুর জানিয়েছেন, পাঝায়াপেট্টাই এলাকায় রবি নামে এক ব্যক্তির মালিকানাধীন আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটে।