ঘূর্ণিঝড় এফেক্ট, ভয় বাড়াচ্ছে তামিলনাড়ুর জলস্রোত

তীব্র ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর জেরে গত দু’দিন ধরেই চলছে ভারী বৃষ্টিপাত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cyclone michaung.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ স্থলভাগে আছড়ে পড়বে আজ বিকেলে। অথচ তার আগেই জলের তীব্রতা ভয় ধরাচ্ছে তামিলনাড়ুর বুকে। তীব্র ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর জেরে গত দু’দিন ধরেই চলছে ভারী বৃষ্টিপাত। সেই বৃষ্টির তীব্রতা প্রতিদিনই বাড়ছে। যার কারণে তামিলনাড়ুর কুওভাম নদী এখন উত্তাল। বিপদ সীমার ওপর দিয়ে বইছে জলের স্রোত। যেকোনও মুহুর্তে ভেসে যেতে পারে আশপাশের এলাকা, এমনটাই আশঙ্কা করছে প্রশাসন।

 

অন্যদিকে, চেন্নাইয়ের আরুম্বাক্কাম এলাকার ছবি আপনার মনে ভয় ধরাবে। সেখানে জলের মাপকাঠি কোথাও হাঁটু অবদি, তো কোথাও কোমর অবদি। সেই জল কাটিয়ে চলছে নিত্যদিনের কাজকর্ম। আবার আন্ডারপাসে দাঁড়িয়ে থাকা বাস অর্ধেকের বেশি জলের তলায়।

 

এই সব দেখে সবার মুখে একটাই কথা, ঘূর্ণিঝড়ের আগের প্রভাব যদি এটা হয়, তাহলে আছড়ে পড়ার পড় কি হবে…!

hiren