'২০২৪ সালে জনগণ বিজেপিকে উচিৎ শিক্ষা দেবে', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মানি লন্ডারিং মামলায় গভীর রাত পর্যন্ত চলা তদন্তের পর মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে হেফাজতে নেয় ইডি। সূত্রের খবর, তাকে মেডিকেল পরীক্ষার জন্য সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

author-image
SWETA MITRA
New Update
stalin modi.jpg

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) মঙ্গলবার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করে। ঘটনাকে ঘিরে জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এদিকে গতকালই সেন্থিল বালাজিকে হাসপাতালে নিয়ে যান ইডির আধিকারিকরা। এদিকে সেন্থিলের সঙ্গে আজ বুধবার দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি বলেন, ‘রাত ২টো পর্যন্ত ইডি ভি সেন্থিল বালাজিকে চাপ দিতে থাকে এবং পরে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এখন তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তদন্তে সহযোগিতা করার কথা বলার পরও কেন ইডির আধিকারিকরা তাঁকে নির্যাতন করল? যারা এই কর্মকর্তাদের পাঠিয়েছে তাদের ভুল উদ্দেশ্য আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তারা অমানবিক আচরণ করেছে। ডিএমকে বিজেপির এই ধরনের ভীতিকে ভয় পাবে না। ২০২৪ সালে জনগণ তাদের শিক্ষা দেবে।‘