জোটে 'না', একলা চলো নীতি বিজেপির!

তামিলনাড়ুতে বিজেপির সঙ্গে জোট গঠনের বিষয়ে শিরোনামে উঠে এসেছে এআইএডিএমকে।

author-image
SWETA MITRA
New Update
BJP WHEEP.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির সঙ্গে জোট গঠনের বিষয়ে বড় মন্তব্য করেছিলেন এআইএডিএমকে নেতা ডি জয়কুমার । তিনি জানিয়েছিলেন "এআইএডিএমকের সঙ্গে জোটে নেই বিজেপি।‘ এদিকে এই কথা এবার স্বীকারও করে নিলেন তামিলনাড়ু বিজেপির সহ-সভাপতি নারায়ণন থিরুপতি বলেন, " এআইএডিএমকে নেতা ডি জয়কুমার ঠিক বলেছেন, এই মুহূর্তে কোনও জোট নেই। জোট সবসময়ই দ্বিমুখী।জোট সবসময়ই দ্বিমুখী।“