ডিএমকে মিথ্যা প্রচার করে, মোদি পারফরম্যান্সে বিশ্বাস করেন ! বড় দাবি করলেন তামিলনাড়ুর বিজেপি নেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বড় দাবি করলেন তামিলনাড়ুর বিজেপি নেতা।

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi


নিজস্ব সংবাদদাতা : পরের বছরেই তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। আর তার আগে থেকেই তামিলনাড়ুতে চলছে রাজনৈতিক তরজা। একদিকে ডিএমকে তো অন্যদিকে বিজেপি, যুযুধান দুই পক্ষই। আর এবার এই বিধানসভা নির্বাচনের আগেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বড় দাবি করলেন, তামিলনাড়ুর বিজেপি নেতা সি আর কেশবন।

C R KESHAVAN

তিনি বলেন,  “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গতকাল পরিসংখ্যান ও বাস্তব তথ্য দিয়ে ডিএমকের যাবতীয় মিথ্যা প্রচার ও বিভ্রান্তি ভেঙে দিয়েছেন। ডিএমকে শুধুই মিথ্যা প্রচারের রাজনীতি করে, আর মোদি জি করেন পারফরম্যান্সের রাজনীতি।”