নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি আবারও বিতর্কের কেন্দ্রে। শনিবার মাদুরাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভাষণ দিতে গিয়ে পড়ুয়াদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে আহ্বান জানান তিনি। সেই মুহূর্তের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে।
অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, “চলুন আজ শ্রদ্ধা জানাই এক মহান রামভক্ত কবিকে। আমার সঙ্গে আপনারাও বলুন ‘জয় শ্রীরাম’।’’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-সহ বিরোধী রাজনৈতিক শিবিরের কড়া প্রতিক্রিয়া এসেছে।
ডিএমকের মুখপাত্র ধরণীধরণ বলেন, “এটি দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী কাজ। রাজ্যপাল কেন বারবার সংবিধান লঙ্ঘন করছেন? কেন তিনি এখনও পদত্যাগ করেননি?” তিনি রাজ্যপালকে ‘আরএসএসের মুখপাত্র’ বলেও অভিহিত করেন। একইসঙ্গে কংগ্রেস বিধায়ক আসান মৌলানার অভিযোগ, “রাজ্যপাল যেন একজন ধর্মগুরুর মতো আচরণ করছেন, যা সংবিধান সম্মত নয়।”
/anm-bengali/media/media_files/stalin-2webp)
এর আগে তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া ১০টি বিল রাজভবনে আটকে রাখার ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিলেন রাজ্যপাল রবি। বিচারপতি এসবি পর্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানায়, রাজ্যপাল এইভাবে বিল আটকে রাখতে পারেন না। রাজ্যপালের পদক্ষেপকে আদালত 'অবৈধ' ও 'স্বেচ্ছাচারী' বলে মন্তব্য করে।
এই প্রেক্ষিতে শনিবার দেশ এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়। প্রথমবারের মতো রাজ্যপালের অনুমোদন বা স্বাক্ষর ছাড়াই বিধানসভায় পাশ হওয়া বিল আইনে পরিণত হয়, যা কেন্দ্র-রাজ্য সম্পর্কের প্রেক্ষিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।