ধপ করে কমে গেল টমেটোর দাম, নতুন দাম জানুন

সাম্প্রতিক সময়ে হু হু করে দাম বেড়ে গিয়েছিল টমেটোর দাম। যদিও বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য সরকার।

author-image
SWETA MITRA
New Update
tomato price.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশে হু হু করে বাড়ছে টমেটোর দাম (Tomato Price)। টমেটো ছাড়াও বহু শাক সবজি রয়েছে যার দাম বেড়ে গিয়েছে। এদিকে বাজারে গেলেই জিনিসপত্র কিনতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ। যদিও মানবিক মুখ দেখালো তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু সরকার চেন্নাইয়ের রেশন দোকানগুলিতে ৬০ টাকা কেজি ভর্তুকি মূল্যে টমেটো বিক্রি শুরু করেছে।

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চেন্নাইয়ের টি নগরের পন্ডি বাজারের একটি দোকানের দৃশ্য। বেবি নামে এক ক্রেতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আজ থেকে রেশনের দোকানে টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। বাজারে ১০০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা খুশি যে সরকার অর্ধেক দামে টমেটো বিক্রয় শুরু করেছে। এই ভাল উদ্যোগের জন্য আমরা আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।"