'সংবিধান পাল্টাও পত্র', সংবিধান পাল্টে দেবে BJP? খোঁচা দিলেন কে?

বিজেপিকে ইস্তেহার নিয়ে খোঁচা দিলেন তামিলনাড়ু কংগ্রেসের মুখপাত্র এসআরএস ইব্রাহিম।

author-image
Anusmita Bhattacharya
New Update
bjpp.jpg

নিজস্ব সংবাদদাতা: বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ পেতেই নড়েচড়ে বসল বিরোধীরা।

sdfghj

এই বিষয়ে তামিলনাড়ু কংগ্রেসের মুখপাত্র এসআরএস ইব্রাহিম বলেন, 'আমরা মনে করি এটি সংবিধান পাল্টাও পত্র। তারা তাদের ইস্তেহারের নামে সংবিধান পরিবর্তন করতে চায়। তারা নিয়ে আসছে এক জাতি, এক নির্বাচন। এটি স্পষ্টভাবে বলে যে তারা আমাদের সংবিধান পরিবর্তন করতে চায় যা বাবাসাহেব আম্বেদকর দ্বারা তৈরি করা হয়েছে। তার জন্মবার্ষিকীতে তারা তাদের এক জাতি, এক নির্বাচন দিয়ে পুরো সংবিধান ভেঙে দিতে চায়। বিজেপি যে ইস্তেহার তৈরি করেছে তা শুধুমাত্র সংবিধানকে ধ্বংস করার জন্য লেখা হয়েছে...যদি আদৌ বিজেপি ক্ষমতায় আসে তবে তা হবে একনায়কতন্ত্রের শাসন'।

srsibrahim

 

Add 1