নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamilnadu CM) এম কে স্ট্যালিন (M K Stalin) ঘোষণা করলেন যে বর্তমানে দেওয়া ৩৮% পেনশন বাড়িয়ে (Pension Hike) ৪২% করা হবে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এর আওতায় থাকা প্রায় ১৬ লক্ষ সরকারি কর্মকর্তা, শিক্ষক, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা লাভবান হবেন। এই বৃদ্ধির ফলে তামিলনাড়ু সরকারের (Tamilnadu Govt) বছরে অতিরিক্ত ২,৩৬৬.৮২ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে।