নিজস্ব সংবাদদাতাঃ দুই গোষ্ঠীর মধ্যে ধর্মীয় শত্রুতা ছড়ানোর অভিযোগে তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধর্মপুরী পুলিশ তার বিরুদ্ধে বোমিদি থানায় ১৫৩ (এ), ৫০৪, ৫০৫ (২) ধারায় মামলা দায়ের করেছে।
সূত্রে খবর, গত ৮ জানুয়ারি পাপ্পিরেড্ডিপট্টির কাছে বোমিডির সেন্ট লর্ডস চার্চের বাইরে এন মান এন মাক্কালের সমাবেশের সময় গির্জায় প্রবেশে আপত্তি জানানো একদল খ্রিস্টান যুবকের সঙ্গে আন্নামালাইয়ের ঝগড়ার অভিযোগে আন্নামালাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাঁকে গির্জায় ঢুকতে বাধা দেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তোলা বিজেপি নেতা ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। কোলাহলপূর্ণ বাকবিতণ্ডার ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছিল। ভিডিওতে আন্নামালাই বিক্ষোভকারীদের কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করেছেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত যুবকদের সরিয়ে দেয় এবং রাজ্য বিজেপি সভাপতিকে গির্জায় প্রবেশ করে মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের সুযোগ করে দেয়।