মেডিক্যাল কলেজের ছাত্রীদের হেনস্তার অভিযোগ চাপা দেওয়ার কৌশল, বিস্ফোরক মন্ত্রী

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ মেডিক্যাল কলেজে ছাত্রীদের হেনস্তার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া দেখান। জানুয়ারি মাসে দিল্লি মেডিক্যাল কলেজের এমবিবিএস ছাত্রীরা তাঁদের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন৷

author-image
Tamalika Chakraborty
New Update
sourabh bharadwaj.JPG

নিজস্ব সংবাদদাতা: দিল্লি মেডিক্যাল কলেজের মহিলা এমবিবিএস ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, "জানুয়ারি মাসে দিল্লি মেডিক্যাল কলেজের এমবিবিএস ছাত্রীরা তাঁদের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন৷ মুখ্যসচিব আমাকে বলেছিলেন যে বিষয়টি আমাকে জানানো হয়নি কারণ এটি এলজির অধীনে ছিল। মন্ত্রীর কাছে কেন অভিযোগ নিয়ে আসা হয়নি ? অধ্যাপককে এখনও পর্যন্ত বরখাস্ত করা হয়েছে? কলেজ প্রশাসন নির্যাতিত অভিযোগ ফিরিয়ে নিতে চাপ দিচ্ছে। নির্যাতিতারা অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে। দেড় মাস ধরে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি কাজ করছে। এখনও কেন রিপোর্ট পেশ হয়নি।"

delhi health minister.JPG

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg