ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন...মোদী-নাড্ডাকে টুইট! বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী

বিজেপি বিধায়ক বাসনাগৌড়া পাতিল ইয়াতনালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তাবাসসুম রাও।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি বিধায়ক বাসনাগৌড়া পাতিল ইয়াতনালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাওয়ের স্ত্রী তাবাসসুম রাও।

ল

তিনি বলেন,  "আমি রাজনীতিতে নেই। আমার স্বামীর সঙ্গে অভিযুক্তের কিছু সমস্যা ছিল তাই সে আমাকে এই বিষয়ে টেনে এনেছিল। এটা খুবই দুঃখজনক বিষয় যে তারা হিন্দু-মুসলমান লালন-পালন করে এবং প্রায় সবকিছুতেই পরিবারকে জড়িত করে। যা ঘটেছে তাতে আমার এলাকার লোকজন খুব ব্যথিত হয়েছে। আমি নির্বাচন কমিশনারকে টুইট করেছি এবং তার সঙ্গে কথাও বলেছি। আমি প্রধানমন্ত্রী ও জেপি নাড্ডাকে টুইট করে দেখেছি, তাঁরা দেশে এটাই চান কিনা। আমি সেই মানুষটির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি, যাকে আমি চিনিও না। কীভাবে তিনি কারও ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেন এবং বলতে পারেন যে তাঁর (দীনেশ গুন্ডু রাও) অর্ধেক বাড়ি পাকিস্তান?"  

Add 1