নিজস্ব সংবাদদাতা : মহুয়া কাণ্ডে এবার সুর চড়ালেন জেডি-ইউ সাংসদ ও সংসদের নীতি কমিটির সদস্য গিরিধারী লাল যাদব। নদিয়ার সাংসদের বিরুদ্ধে 'ক্যাশ-ফর-কোয়েরি'র অভিযোগ উঠেছে। লোকসভার এথিক্স প্যানেলের রিপোর্ট গ্রহণ করার বিষয়ে গিরিধারী লাল যাদব সুর চড়িয়ে বলেছেন, "তারা ২ মিনিটও সময় নেয়নি। বৈঠকের সমাপ্তি। তাদের আলোচনা করা উচিত ছিল। তারা যে প্রতিবেদন দাখিল করেছেন তার ওপর বিতর্ক হওয়া উচিত ছিল। এটা কারো সম্মান বা অসম্মানের বিষয় নয়, মূল বিষয় হলো তদন্তটি সঠিকভাবে হয়নি। একটি অভিযোগ যে দর্শন হিরানন্দানি তাকে অর্থ প্রদান করেছিল কিন্তু তারা তাকে তলব করেনি। এটি দেখায় যে যা কিছু ঘটেছে তা ন্যায়বিচারের নীতির বিরুদ্ধে ছিল। তারা পক্ষপাতদুষ্ট আচরণ করেছে।"