নিজস্ব সংবাদদাতা: অধিকাংশ মানুষ যারা অনলাইনে খাবার অর্ডার দিয়ে থাকেন তাদের অনেকেই সুইগি প্ল্যাটফর্ম ব্যবহার করেন অনলাইনে খাবার পেতে। বাড়িতে বসে গরম গরম খাবার পাওয়ার জন্য এই প্ল্যাটফর্ম এখন বহু মানুষের কাছেই বেশ জনপ্রিয়। তবে এবার এই প্ল্যাটফর্মের তরফ থেকে নিয়মে এমন বদল আনা হল যার ফলে বাড়তি টাকা খসতে পারে গ্রাহকদের পকেট থেকে। এই সংস্থার নিয়মের পরিবর্তন আনার ফলে রীতিমতো চিন্তায় গ্রাহকরা।
সুইগির চার্জ বৃদ্ধি নিয়ে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে আগে যেখানে তারা দু'টাকা করে ফি নিতো, এখন সেটাই এক টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাত্ এখন সংস্থার তরফ থেকে ৩ টাকা করে ফি নেওয়া হবে। সংস্থার তরফ থেকে গত ৪ অক্টোবর এমন ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগে বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে এমন ফি বৃদ্ধি করা হলেও এখন তা সারা দেশেই কার্যকর করা হচ্ছে।