নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগেই অযোধ্যায় পৌঁছালেন স্বামী চিদানন্দ সরস্বতী।
তিনি বলেন, "শুধু অযোধ্যা নয়, সর্বত্রই আনন্দের পরিবেশ তৈরি হচ্ছে! মুঝে লাগতা হ্যায় ইয়ে এক অ্যায়সি তারিখ হ্যায় হিন্দুস্তান কে ইতিহাসে মে জো পুরে ভারত কি তারিখ বাদল দেগি, ভারত কি তসবীর বদল দেগি এবং ভারত কি তকদির বাদল দেগি। অযোধ্যা শুধু ভারত নয়, গোটা বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হয়ে উঠছে।"