নিজস্ব সংবাদদাতাঃ সংসদে স্মোককাণ্ডকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। এদিকে এই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে বাংলারও। এই ঘটনার মূল অভিযুক্ত হল ললিত ঝাঁ। যদিও এই ঘটনা এখন যেন তৃণমূলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে এই ললিত ঝাঁ-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই নিয়েই এবার সরব হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অদিকারী। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে পশ্চিমবঙ্গে একটি ইকোসিস্টেম তৈরি করেছেন যা শহুরে নকশালদের লালন-পালন করে, টুকরে টুকরে গ্যাংকে উত্সাহিত করে, অবৈধ অভিবাসী এবং অনুপ্রবেশকারীদের নিরাপদ পথ সরবরাহ করে এবং ডকুমেন্টেশন তৈরিতে সহায়তা করে তাদের থাকার সুবিধা দেয়। দুর্ভাগ্যবশত, রাজ্যটি দেশবিরোধী কার্যকলাপের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে এবং যারা দেশবিরোধী স্বার্থ পোষণ করে তাদের জন্য একটি অভয়ারণ্য ও প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে।‘