বড় পদক্ষেপ সাসপেন্ডেড সাংসদদের, উত্তপ্ত হতে পারে শহর, অশান্তির আশঙ্কা

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন উচ্ছৃঙ্খল আচরণের জন্য উচ্চ ও নিম্নকক্ষজুড়ে মোট ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
mpsss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শীতকালীন অধিবেশনে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। যা কিনা এক কথায় নজিরবিহীন। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছেন সাসপেন্ড হওয়া সাংসদরা থেকে শুরু করে অনেক বিরোধী নেতারা। পুরনো সংসদ ভবনের গেট থেকে শুরু হবে মিছিল। আজ দিল্লির বিজয় চক অবধি হবে সাংসদদের মিছিল। সংসদীয় গণতন্ত্রকে হত্যার অভিযোগে মিছিল করবেন বিরোধীরা বলে খবর। এদিকে এই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ কে সুরেশ। তিনি জানান, "আজ রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠকের পর আমাদের নেতারা সংসদ থেকে বিজয় চক পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করবেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সরকার কেন কোনও জবাব দিচ্ছে না? "