সার্জিক্যাল স্ট্রাইক থেকে ৩৭০ ধারা, ধোঁয়াশা সরালেন অমিত শাহ

'মোদি-জির ইতিহাস বলে বিজেপি বা মোদিজি যা বলেন, তা করে দেখান'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amitshhah.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সিএএ আইনের বিরুদ্ধে গিয়েছেন বিজেপি বিরোধী দলগুলি। তাঁদের দাবি, বিজেপি লোকসভা নির্বাচনের আগে এই আইন লাঘু করার আসল কারণ নতুন ভোট ব্যাঙ্ক তৈরি করা। এবার বিরোধীদের এই মন্তব্যের পালটা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন তিনি বলেন, “বিরোধীদের আর কোনো কাজ নেই। ওদের ইতিহাসই বলে ওরা যেটা বলেছে সেটা কখনোই পূরণ করতে পারেনি। কিন্তু মোদি-জির ইতিহাস বলে বিজেপি বা মোদিজি যা বলেন, তা করে দেখান। মোদির সকল গ্যারান্টি পূরণ হয়”।

pm nar modii.jpg

“বিরোধীরা এমনকি এও বলেছে যে সার্জিক্যাল স্ট্রাইক এবং বিমান হামলায় রাজনৈতিক ফায়দা আছে, তাই আমাদের কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়? তারা আরও বলেছে যে ৩৭০ ধারা বাতিল করাও আমাদের রাজনৈতিক সুবিধার জন্য। আমরা ১৯৫০ সাল থেকে বলে আসছি আমরা ৩৭০ ধারা সরিয়ে দেব। এটাই ওদের ইতিহাস ওরা যা বলে তা করে দেখায় না, কিন্তু মোদি যা বলেন তাই করে দেখান। এখনও দেখাচ্ছেন, পরেও দেখাবেন”।

65ef1f7fb3430-caa-114227291-16x9-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

Add 1

cityaddnew

স