৪ জন গ্রেপ্তার, প্রচুর সোনা উদ্ধার

সুরাট (Surat) পুলিশের (Police) এসওজি (SOG) দল ৪.৩০ কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

author-image
Pritam Santra
New Update
sog

নিজস্ব সংবাদদাতাঃ সুরাট (Surat) পুলিশের (Police) এসওজি (SOG) দল ৪.৩০ কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। এসওজি টিম গত ১৫ দিন ধরে তাদের উপর নজর রেখেছিল। "আমরা গত রাতে চেকিংয়ের সময় এই চক্রটিকে ধরতে সফল হয়েছি। ফেনিল, নীরব, উমেশ ও সাওয়ান সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ১১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে", জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার শরদ সিংঘল।