নিজস্ব সংবাদদাতা: হাথরাসের পদদলিত হওয়ার ঘটনায় প্রসঙ্গে সুরজ পাল বলেন, "২ জুলাইয়ের ঘটনার পর আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু যা ঘটতে চলেছে তা কে আটকাতে পারে? যে এসেছে তাকে একদিন না একদিন যেতেই হবে। আমাদের উকিল ডক্টর এপি সিং এবং প্রত্যক্ষদর্শীরা একটি বিষাক্ত স্প্রে সম্পর্কে বলেছেন। আমাদের এসআইটি এবং বিচার বিভাগীয় কমিশনে বিশ্বাস আছে এবং সত্য বেরিয়ে আসবে। এই মুহূর্তে আমি আমার জন্মস্থান বাহাদুর নগরে আছি। " প্রসঙ্গত সুরজ পাল তথা 'ভোলে বাবা'-র পরিচালনায় সৎসঙ্গের আয়োজন করেছিলেন, সেখানে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে।