নিজস্ব সংবাদদাতাঃ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে 'জুমলা' বলে অভিহিত করে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেত্রী সুপ্রিয়া সুলে বলেছেন, গত সাড়ে চার বছরে তেহে সরকার মুদ্রাস্ফীতি নিয়ে কখনও ভাবেনি।
সুপ্রিয়া সুলে বলেন, "এটা 'জুমলা' সরকার। ২০০ টাকা কমিয়ে কী হবে? এতে কোন বোন লাভবান হবে? আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, তখন সিলিন্ডারের দাম ছিল ৪০০ টাকা। আজ তা ১১৫০ টাকা। গ্যাসের দাম ৫০০ বা ৭০০ টাকা কমানো উচিত ছিল। এসবই নির্বাচনের 'জুমলা'। মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কারণে কর্ণাটকের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল। এই কারণে কেন্দ্রীয় সরকার আতঙ্কের মধ্যে রয়েছে।"