নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভা প্রার্থী কঙ্গনা রানাউতকে নিয়ে মন্তব্য করায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলেছে যে তাদের মন্তব্য 'অসম্মানজনক এবং খারাপ রুচিযুক্ত'।
কমিশন আরও জানিয়েছে, প্রাথমিকভাবে দুটি মন্তব্য আদর্শ আচরণবিধি (এমসিসি) এবং নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক দলগুলোকে মর্যাদা বজায় রাখার পরামর্শ লঙ্ঘন করেছে। সূত্রে খবর, ২৯ মার্চ সন্ধ্যার মধ্যে দুজনকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।