কেজরিওয়ালের জামিনে ঠিক কি ভাবনা ভাবিয়েছিল সুপ্রিম কোর্টকে?

'ইডির বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে অবিলম্বে তাঁকে মুক্তি এবং জামিনের নির্দেশ দিয়েছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supremee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবগারি নীতি মামলায় সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিষয়ে, সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের পক্ষের আইনজীবী শাদান ফারসাত – এদিন বলেন, “আদালত পর্যবেক্ষণ করেছে যে তার গ্রেপ্তারের বিষয়ে, গ্রেপ্তারের প্রয়োজনীয়তার কিছু দিক রয়েছে। তারা বলেছে মিঃ কেজরিওয়াল ইতিমধ্যেই একটি বড় সময় ধরে কারাগার ভোগ করেছেন, আর তাই ইডির বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে অবিলম্বে তাঁকে মুক্তি এবং জামিনের নির্দেশ দিয়েছেন”।

 

kejriwalqw1.jpg

Adddd